সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় যে পত্র জারী করেছে তার প্রেক্ষিতে উপজেলা হিসাবরক্ষণ অফিস, কালিহাতি, টাঙ্গাইল হতে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বরাবর ব্যাখ্যা চাওয়া হয়। ১০.০৯.২০১৪ তারিখের একটি পত্রে এ ব্যাখ্যা প্রদান করা হয়।
ডাউললোড করতে লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as অথবা save target এ ক্লিক করুন লোকেশন দেখিয়ে সেভ করে নিন।
কৃতজ্ঞতা: হায়দার জাহান, প্রধান শিক্ষক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ