খুঁজতে খুঁজতে এমন একটি সাইটের সন্ধান পেলাম যেটি নিজেও অকর্মন্য আর খুঁজে খুুঁজে বের করে দেয় তার মতো আরো অকর্মন্য সাইট। তেমনই একটি সাইট www.theuselessweb.com । নামেই যার পরিচয়। the use less web । এই সাইটটির নিজের কোন কাজ নেই । সে তার মতো অথর্ব সাইটের সন্ধান দেয়। প্রবেশ করলেই নিচের ছবির মতো দেখা যাবে। সেখানে Please বাটনে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব চালু হবে। সেখানে গিলে শুধু আপনার সময়ই নষ্ট হবে। কোন কাজে লাগবে না। তারপরও আবার যেতে ইচ্ছে করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ