সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য নতুনভাবে গ্রেডেশন তালিকা তৈরি ও অন্যান্য তথ্য প্রেরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে মাঠ পর্যায়ে ২০.০৮.২০১৪ তারিখে পত্র প্রেরণ করা হয়েছে। ৩টি ফরমে তথ্য সংগ্রহপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) -তে প্রেরণ করা হবে। পত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য
পৃষ্ঠাসমূহ
▼
রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সন্তানরাও পোষ্য কোটার আওতাভুক্ত
পত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করতে
ডাউললোড করতে লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as অথবা
save target এ ক্লিক করুন লোকেশন দেখিয়ে সেভ করে নিন।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
সদ্য জাতীয়করণকৃত রেজি: প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান
পরিপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করুন
ডাউললোড করতে লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as অথবা save target এ ক্লিক করুন লোকেশন দেখিয়ে সেভ করে নিন।
রবিবার, ১০ আগস্ট, ২০১৪
একটি অপ্রয়োজনীয় ওয়েব সাইট (www.theuselessweb.com)
খুঁজতে খুঁজতে এমন একটি সাইটের সন্ধান পেলাম যেটি নিজেও অকর্মন্য আর খুঁজে খুুঁজে বের করে দেয় তার মতো আরো অকর্মন্য সাইট। তেমনই একটি সাইট www.theuselessweb.com । নামেই যার পরিচয়। the use less web । এই সাইটটির নিজের কোন কাজ নেই । সে তার মতো অথর্ব সাইটের সন্ধান দেয়। প্রবেশ করলেই নিচের ছবির মতো দেখা যাবে। সেখানে Please বাটনে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব চালু হবে। সেখানে গিলে শুধু আপনার সময়ই নষ্ট হবে। কোন কাজে লাগবে না। তারপরও আবার যেতে ইচ্ছে করবে।