Facebook ব্যবহারকারীদের মধ্যে এমন একজনও খুঁজে পাওয়া যাবেনা যারা তাদের টাইমলাইনে গেমস, বিজ্ঞাপন আর স্প্যাম দেখে বিরক্তি বোধ করেন না। ডানে, বামে, উপরে, নিচে সব জায়গায় শুধু বিজ্ঞাপনের
এটি ইন্সটল করতে মাত্র ১ মিনিট সময় লাগে।
এড্রেস বারে উপরের টাইপ করতে এন্টার চাপলে একটি পেজ আসবে । সেখানে থেকে নিচের ছবির মতো Install F.B. purity - Extension এ ক্লিক করলে Allow আসবে। এটাতে ক্লিক করলে কিছুক্ষনের মধ্যেই ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। আপনার মজিলা ফায়ারফক্স বন্ধ করে পূনরায় চালু করুন। দেখবেন সব বিজ্ঞাপন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে।
ছড়াছড়ি। এই বিরক্তি থেকে মুক্তি পেতে হলে ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে হবে আর সাথে একটি extension / add-on লাগবে। এর নাম F.B. Purity. তাদের ওয়েব সাইটে এর F.B. Purity এর উপকারিতার কথা এভাবে উল্লেখ করা হয়েছে: F.B. Purity is a browser extension / add-on that lets you clean up and
customise Facebook. It filters out the junk you don't want to see,
leaving behind the stories and page elements you do wish to see. The
list of story types that FBP hides is customizable to your taste.
এটি ইন্সটল করতে মাত্র ১ মিনিট সময় লাগে।
এড্রেস বারে উপরের টাইপ করতে এন্টার চাপলে একটি পেজ আসবে । সেখানে থেকে নিচের ছবির মতো Install F.B. purity - Extension এ ক্লিক করলে Allow আসবে। এটাতে ক্লিক করলে কিছুক্ষনের মধ্যেই ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। আপনার মজিলা ফায়ারফক্স বন্ধ করে পূনরায় চালু করুন। দেখবেন সব বিজ্ঞাপন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে।
যদি এই টিপসটি আপনার কাজে লাগলে কিংবা কোন ধরণের সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই মন্তব্য করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ