বাংলাদেশ সচিবালয়সহ অন্যান্য সরকারি দপ্তরের দাপ্তরিক কার্যনিষ্পত্তি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিতে সম্পাদনের নিমিত্ত সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ি প্রণীত রুলস অব বিজনেস এর নির্দেশনা অনুসারে সচিবালয় নির্দেশমালা ২০০৮ প্রণয়ন ও জারি করা হয়েছিল। এই নির্দেশমালা ২০১৪ সালে হালনাগাদ করা হয়েছে।
ডাউনলোড করতে নির্দিষ্ট লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as অথবা save target এ ক্লিক করুন এবং লোকেশন দেখিয়ে সেভ করে নিন।এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ