পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

এনড্রয়েড ফোনের Contacts এখনই নিরাপদ স্থানে সংরক্ষণ করে নিন, নষ্ট হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে পস্তাতে হবে

বর্তমান সময়ের অধিকাংশ স্মার্ট মুঠোফোনই এনড্রয়েড (Anrdoid) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এসব ফোনের Phonebook or Contact  এ সেভ থাকা ফোন নম্বরগুলো খুব সহজেই মেমোরি কার্ড
কিংবা অন্য যেকোন স্টোরেজে ব্যাকআপ রাখা যায়। মুঠোফোনটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে সহজেই সেখান থেকে পূনরায় নম্বরগুলো রিস্টোর করা যায়। এই কাজটি করার হরে রকমের উপায় আর সফটওয়্যার রয়েছে। একটি পদ্ধতি দেখে নেয়া যাক কিভাবে ব্যাকআপ নেয়া যায়:

১. প্রথমে Contacts এ টাচ করুন
২। এবার Menu বাটনে টাচ করুন (নিচের দিকে বামপাশে)
২. Import/Export এ টাচ করুন
৩.Export to USB Storage (কম্পিউটারে রাখতে চাইলে) অথবা  Export to SD Card (মেমোরী কার্ডে রাখতে চাইলে) টাচ করুন
৪. Confirm Export মেসেজ আসলে OK টাচ করুন
কিছুক্ষণের মধ্যেই আপনার Contacts এ থাকা সকল ফোন নম্বরগুলো ব্যাকআপ হয়ে যাবে।
এই ব্যাকআপ ফোল্ডার যদি ফোনের ভেতরেই বন্দি করে রাখেন আর ফোনটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকআপ নেয়া না নেয়া সমান কথা। এখন আপনাকে এই ফোল্ডারটি যেকোন কম্পিউটার, সিডি, পেন ড্রাইভ  অথবা অন্য কোন মেমোরী কার্ডে কপি করে রাখুন। তাহলে পরবর্তীতে আবার একই নিয়মে নম্বরগুলো ফিরিয়ে আনতে পারবেন।


how to backup contacts in android, how to export phone book, how to import phone number, how to restore phonenumber in android, এনড্রয়েড ফোন নম্বর ব্যাকআপ, এক্সপোর্ট ইমপোর্ট, রিস্টোর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ