পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ মার্চ, ২০১৪

১৯৭১ এর ঘটনাবলী নিয়ে অসাধারণ একটি সংকলন

১৯৭১ এর ঘটনাবলী নিয়ে অসাধারণ একটি সংকলন ‘ফিরে দেখা ৭১’। সংগ্রহে রাখার মতো একটি ই-বুক। তথ্যবহুল এবং প্রামাণ্য দলিলসমৃদ্ধ এই ই-বুকটি ডাউনলোড করার পর মনে হবে এক নিমিষেই শেষ করে ফেলি। একবার পড়ার পর মনে হবে আরো একবার পড়ি। মজার ব্যাপার হচ্ছে, এখানে অসংখ্য লিংক ব্যবহার করা হয়েছে। ফলে ইন্টারনেট সংযোগ থাকলে সাথে সাথেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ডাউনলোড করে দেখুন আশা করি ভাল লাগবে। এ ধরণের ই-বুক আমরা আরো বেশি বেশি প্রত্যাশা করি। বইটির সাইজ 6.6 মেগাবাইট। বইটিতে পাতা রয়েছে মোট ২০৫ টি। ফিরে দেখা ৭১ ডাউনলোড করুন এখান থেকে:

https://dl.dropboxusercontent.com/u/11806787/MoMeN%20Abdur%20RouF/E-book/Phire_Dekha_71.pdf
ভাল কিংবা মন্দ লাগা শেয়ার করুন মন্তব্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ