পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

PDF ফাইল ভাঙ্গা (Split) এবং জোড়া লাগানোর (Merge) জন্য এর চেয়ে ছোট এবং সহজ কোন সফটওয়্যার আমার কাছে নেই

পিডিএফ ফাইলের একাধিক পাতাকে আলাদা আলাদা পাতায় রূপান্তর করা কিংবা আলাদা আলাদা তৈরি করা পিডিএফ ফাইলে একটি ফাইলে রূপান্তর করার জন্য আমরা অনেকে অনেক ধরণের
সফটওয়্যার ব্যবহার করি। তবে আমার মনে হয় এখানে আমি সফটওয়্যারের কথা বলব তার চেয়ে ছোট এবং সহজ কোন সফটওয়্যার মনে হয় নেই। সফটওয়্যারটির নাম

 Unity PDf নিন মাত্র 1.6 মেগাবাইট। ডাউনলোড করুন  এখান থেকে
https://dl.dropboxusercontent.com/u/11806787/MoMeN%20Abdur%20RouF/software/pdfhelper.zip

এটি দিয়ে যেকোন পাতার আগে বা পরে নতুন পাতা যোগ করা যায়। একাধিক পিডিএফ ফাইল জোড়া লাগানো যায়, একটি পিডিএফ এর সকল পাতা আলাদা করা যায় অথবা যেকোন একটি পাতা আলাদাভাবে সেভ করা যায়। তাছাড়া যেকোন পিডিএফ ফাইলে পাসওয়ার্ডও সেট করা যায়।


পিডিএফ সংক্রান্ত অন্যান্য পোস্টগুলো দেখুন 

 Tags: how to merge & split PDF files, merge pdf, split pdf,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ