আপনার কতজন ফ্রেন্ড আছে কারা কারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে সেটা আপনি ছাড়া আর কেউ জানবে না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এমনটা যদি ভেবে থাকেন তাহলে এই পদ্ধতিটা আপনার
জন্য। আপনি সহজেই তা অন্যদের দৃষ্টির আড়াল করতে পারেন।
প্রথমে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ফেসবুকে।
এবার আপনার প্রোফাইলে প্রবেশ করুন আপনার নাম অথবা ছবির উপর ক্লিক করে। এবার ফ্রেন্ডস এ ক্লিক করে আপনার ফ্রেন্ডলিষ্ট এ প্রবেশ করুন। এবার ডানপাশে সেটিং (পেন্সিল এর মতো আইকন) পাবেন। সেটাতে ক্লিক করে Edit Privacy তে ক্লিক করুন। এবার Who can see your friend list? এই লেখাটির ডানপাশে একটা ড্রপডাউন মেন্যু পাবেন। সেটাতে ক্লিক করে Only me সিলেক্ট করে Close করে বের হয়ে আসুন। ব্যাস ঝামেলা চুকে গেল।
Tags: facebook, fb.com. FB, www.facebook.com
জন্য। আপনি সহজেই তা অন্যদের দৃষ্টির আড়াল করতে পারেন।
প্রথমে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ফেসবুকে।
এবার আপনার প্রোফাইলে প্রবেশ করুন আপনার নাম অথবা ছবির উপর ক্লিক করে। এবার ফ্রেন্ডস এ ক্লিক করে আপনার ফ্রেন্ডলিষ্ট এ প্রবেশ করুন। এবার ডানপাশে সেটিং (পেন্সিল এর মতো আইকন) পাবেন। সেটাতে ক্লিক করে Edit Privacy তে ক্লিক করুন। এবার Who can see your friend list? এই লেখাটির ডানপাশে একটা ড্রপডাউন মেন্যু পাবেন। সেটাতে ক্লিক করে Only me সিলেক্ট করে Close করে বের হয়ে আসুন। ব্যাস ঝামেলা চুকে গেল।
Tags: facebook, fb.com. FB, www.facebook.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ