আপনি যদি মনে করে থাকেন যে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড যথেষ্ট শক্তিশালী নয় কিংবা এই পাসওয়ার্ডটি এখন আর আপনার জন্য নিরাপদ নয় তাহলে দেরি না করে এখনই
পরিবর্তন করে নিন। খুব সহজ, মাত্র কয়েক মিনিটের ব্যাপার।
প্রথমে আপনার ইউজার এবং বতৃমান পাসওয়ার্ড দিয়ে Log in করুন। এবার নিচের ছবির মতো গিয়ার চাকার মতো আইনকনটিতে ক্লিক করে Account Settings এ ক্লিক করুন।
এবার নতুন আরেকটি উইন্ডো আসবে। এখানে নিচের ছবির মতো প্রথমে বর্তমান মানে পূর্বের পাসওয়ার্ড দিন । নিচের দুটো ঘরে নতুন পাসওয়ার্ড দিন একই রকমভাবে।
এবার Save Changes এ ক্লিক করুন। ব্যাস এবার Log out করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে Log in করুন।
Tags: change Facebook password, ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন
পরিবর্তন করে নিন। খুব সহজ, মাত্র কয়েক মিনিটের ব্যাপার।
প্রথমে আপনার ইউজার এবং বতৃমান পাসওয়ার্ড দিয়ে Log in করুন। এবার নিচের ছবির মতো গিয়ার চাকার মতো আইনকনটিতে ক্লিক করে Account Settings এ ক্লিক করুন।
এবার নিচের ছবির মতো পাসওয়ার্ড লেখার পাশে Edit লেখাটির উপর ক্লিক করুন।
এবার Save Changes এ ক্লিক করুন। ব্যাস এবার Log out করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে Log in করুন।
Tags: change Facebook password, ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন
ভাল লাগল। উপকারি টিপস। ধন্যবাদ।
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ
উত্তরমুছুন