PDF ফাইল পড়ার জন্য আমরা কত ধরণের সফটওয়্যারই না ব্যবহার করি। কিছু সফটওয়্যারের সাইজ অনেক বড় আবার কতগুলো রয়েছে ছোট সাইজের। আবার কিছু আছে ইন্সটল করতে হয় আবার কিছু
রয়েছে পোর্টেবল ভার্শনে। যাই হোক এখানে আমি একটি মিনি সফটওয়্যার দিচ্ছি যার সাইজ মাত্র 1 মেগাবাইট। তাছাড়া এটি ইন্সটল করতে হয়না বলে কম্পিউটারও স্লো হওয়ার সম্ভাবনা নেই। সফটওয়্যারটির নাম Cool PDF Reader মাত্র ১ মেগাবাইট। ডাউনলোড করুন
ডাউনলোড করে যেকোন ফোল্ডারের ভেতরে রেখে দিন। এবার যেকোন একটি পিডিএফ ফাইল এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Open With এ ক্লিক করে ব্রাউজ করে এই সফটওয়্যারটি দেখিয়ে দিন। আর Always open with this folder এ টিক দিয়ে ওপেন করুন। তারপর থেকে আর দেখিয়ে দিতে হবেনা যেকোন পিডিএফ ফাইল ওপেন করতে ডাবল ক্লিক করলে এই সফটওয়্যারটি দিয়েই চালু হবে।
আমাদের দেশে বড় সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল ইন্টারনেটের কচ্ছপ গতি এবং সোনার চেয়েও বেশি মূল্যমান। চাইলেও পছন্দমতো সফটওয়্যার ডাউনলোড করার সাহস হয়না। তাই খুঁজে খুঁজে ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ