এমন তো প্রায়ই হয় যে একটা ফাইল কয়েক যায়গায় রাখা আছে। সেখান থেকে কোনটাতে কাজ করব কোনটা রাখা জরুরী কোনটা মুছে ফেলা প্রয়োজন বুঝে উঠতে পারিনা। সেক্ষেত্রে যদি সবগুলো
খুঁজে বের করে যেটা প্রয়োজন সেটা রেখে বাকিগুলো মুছে ফেলি তাহলেই তো ঝামেলা মিটে গেলো। আর বড় ফাইল হলে হার্ডডিস্কের ফ্রি স্পেসও বাড়লো। এই কাজটা ম্যানুয়ালি করা খুবই ঝামেলার ব্যাপার। তাই কোন একটা সফটওয়্যার ব্যবহার করলে খুব সহজেই ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে বের করা সম্ভব। এ ধরণের অনেক সফটওয়্যার রয়েছে। তার মধ্যে একটি হলো Easy Duplicate Finder. এই সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল করারও ঝামেলা নাই। সাইজ মাত্র 500 কিলোবাইট। ডাউনলোড করে আনজীপ করে যেকোন ড্রাইভে রেখে রান করে যে ড্রাইভগুলো এ ধরণের ফাইল খুঁজতে চান সেই ড্রাইভ বা ফোল্ডার Add করে Start এ ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে সকল ডুপ্লিকেট ফাইলের তালিকা খুঁজে বের করবে। এবার আপনি সিলেক্ট করে যে ফাইলগুলো ডিলিট করতে চান ডিলিট করে দিন। ডাউনলোড করতে
tags: Find and Remove Duplicate Files, Duplicate File Finder is designed to Delete Duplicate Files, MP3, iTunes, Songs, Images, Photos and Pictures Files. Once upon a time, duplicate files were so evil that no expense and effort was spared to hunt them down, terminate them, and erase every trace of their existence. Clone File Finder
আপনার easy duplicate software করেছি unzipকরে ব্যবহার করতে পারছি না।
উত্তরমুছুনmomindshe@gmail.com
উত্তরমুছুন