কাউকে কিছু শেখানোর প্রয়োজন হলে হাতে কলমে শেখানোর কোন বিকল্প নেই। কিন্তু তাঁকে যদি সরাসরি কাছে না পাওয়া যায় অথবা একবার দেখিয়ে দেয়ার পর ভুলে যায় তাহলে নিশ্চয়ই সেই
কাজের একটা Video Tutorial তাকে দিতে পারলে ভাল হয়। সেই কাজটি করা এমন কঠিন কিছু নয়। শুধু কাজটি করার আগে অন্য একটা সফটওয়্যারে Recording অপশনটা চালু করে রাখলেই হলো। আর সেই মহান সফটওয়্যারটির নাম aTube Catcher । ইহা একটি মহান সফটওয়্যার। এর মাধ্যমে কী কী করা যায় তার একটা ফিরিস্তি দেখুন এই পোস্টে।এবার শুরু করি কিভাবে একটা ভিডিও টিউটরিয়াল তৈরি করতে হয় তার পদ্ধতি:
প্রথমে এই লিংক থেকে aTube Catcher সর্বশেষ ভার্শনটি ডাউনলোড করে নিন।
ইন্সটল করার পর সফটওয়্যারটি চালু করুন।
Screen Record ট্যাব এ ক্লিক করুন
আপনার স্ক্রীনের যে অংশটুকু বা যে ফ্রেমের কাজ রেকর্ড করতে চান নির্বাচন করে দিন Select Area অথবা Select Frame থেকে।
Select output Folder এর ডানপাশে ক্লিক করে কোথায় ভিডিওটি সেভ হবে সেই ফোল্ডারটি দেখিয়ে দিন।
Record Cursor এ মার্ক করে দিন টিক চিহ্ন দিয়ে।
এবার লাল রঙ এর Start বাটনে ক্লিক করুন।
Record শুরু হয়ে গেছে এবার আপনি আপনার কাজ শুরু করুন এবং বর্ণনা রেকর্ড করতে চাইলে মাইক্রোফানে কথা বলতে শুরু করুন।
যদি কাজের মাঝে অন্য কোন কাজ করার প্রয়োজন হয় তবে Pause বাটনে ক্লিক করে সাময়িকভাবে Recording থামিয়ে রাখতে পারেন।
কাজ শেষ হয়ে গেলে Stop বাটনে ক্লিক করে Record বন্ধ করে দিন।
এবার Play বাটনে ক্লিক করে দেখে নিন আপনার ভিডিওটি।
এখন যা করতে হবে তা হল Record বাটনে ক্লিক করার পর নির্দিষ্ট কাজ শুরু করার পূর্ব পর্যন্ত এবং কাজ শেষ করে Stop বাটনে ক্লিক করার পূর্বের অংশটুকু কেটে ফেলে দেয়া। আর এই কাজটি করা যাবে এই সফটওয়্যার দিয়েই।
Tools menu থেকে Video & Audio Crop tools সিলেক্ট করে যেকোন অডিও অথবা ভিডিও ফাইলের নির্দিষ্ট অংশ রেখে বাকিটুকু কেটে ফেলা যায়।
Tags: How to make video tutorial, How to record screen, Screenrecord, screen record, স্ক্রীন রেকর্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ