পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

Facebook এ ট্যাগিং (Tagging) বন্ধ করুন এবং ইমেইলে নোটিফিকেশন (Notification) আসা বন্ধ করুন

আমরা যারা Facebook ব্যবহার করি তারা অন্যের ট্যাগ (Tag) করা ছবি বা পোস্ট নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। এই ট্যাগ করা পোস্টগুলো যদি আমাদের Wall এ প্রদর্শণ করার পূর্বে অনুমতি
চায় তাহলে আমরা দেখতে পারব কী ধরণের পোস্ট আমার সাথে Tag করা হয়েছে। আমাদের পছন্দ হলে তখন Allow করতে পারি নাও করতে পারি।
এই Review সিস্টেমটি চালু করতে হলে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে।

To turn on tag review:
১. ডানপাশে উপরে  চিহ্নটিতে ক্লিক করে Account Settings এ ক্লিক করুন
২. বামপাশের কলামে Timeline and Tagging এ ক্লিক করুন
৩. Review tags friends add to your own posts on Facebook? খুঁজে বের করে তার ডানপাশের Edit এ ক্লিক করুন
৪.  Drop down menu হতে Enabled সিলেক্ট করুন
এখন আপনি approve না করা পর্যন্ত ট্যাগ করা কোন কিছু আপনার ওয়াল এ প্রদর্শণ করবে না।

 এবার আরেকটি সমস্যার কথা বলি। সেটা হচ্ছে যে ইমেইল এড্রেস দিয়ে Facebook একাউন্ট তৈরি করা হয়েছিল সেই মেইল এড্রেসে প্রতিনিয়ত নতুন মেইল আসতেই থাকে Facebook থেকে। এই বিরক্তিকর মেইলগুলো যেন আর না আসে সেই ব্যবস্থা করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে।

How do I control my email notifications from Facebook?

১. ডানপাশে উপরে  চিহ্নটিতে ক্লিক করে Account Settings এ ক্লিক করুন
২. বামপাশের কলাম থেকে  Notifications এ click করুন ৩. Go to Email and click Edit
৪. Only notifications about your account, security and privacy সিলেক্ট করে Close এ ক্লিক করুন।
এখন থেকে আর এ ধরণের মেইল আসবে না আপনার ইমেইলে।



Tags: Facebook, Tagging, Email, E-mail

1 টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ