আপনি একটি ব্লগ তৈরি করেছেন। সেখানে অনেকগুলো পোস্ট আছে। এতগুলো পোস্ট থেকে নির্দিষ্ট পোস্ট খোঁজার জন্য একটা সার্চ বক্স খুবই জরুরী। এই বক্সে ঐ পোস্ট সংশ্লিষ্ট যেকোন এক বা
একাধিক শব্দ লিখে সার্চ এ ক্লিক করলে এই শব্দগুলো যে যে পোস্টে আছে সেসব পোস্ট এনে সামনে হাজির করবে। দেখুন কিভাবে ব্লগে সার্চ বক্স তৈরি করতে হয়।
প্রথমে Sign in করে নিন। এবার Settings এ যান। Settings থেকে layout এ যেতে হবে। এবার Add a Gadget এ ক্লিক করতে হবে। নতুন আরেকটি উইন্ডো আসবে। সেখান থেকে নিচের ছবির মতো
blogger.com site কোন plugins add করা যায় কিনা, করা গেলে কিভাবে? তাছাড়া blog page এ কিভাবে current date and time add করা যায়।
উত্তরমুছুনস্যার, ব্লগারে কিছু কিছু plugins add করা যায়। আপনার ফেসবুক ইনবক্স চেক করুন current date and time যোগ করার নিয়ম দিচ্ছি।
মুছুন