পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

যেকোন ফাইল Convert করুন অন্য ফরমেটে

একটা ফাইল তৈরি করার পর যদি অন্য ফরমেটে রূপান্তর করা প্রয়োজন হয় তখন আমরা সফটওয়্যার খুঁজি এবং ইন্সটল করে কনভার্ট করি। কিন্তু কয়টা কনভার্টার ইন্সটল করব। যেমন
ধরুন: .xlsx----.xls, .docx---.doc, .doc---.pdf, .bmp---.jpeg, .gif, .mpeg---.mp3, .3gp, .mp4, .zip---.rar ইত্যাদি হাজারো রকমের ফরমেট। এই কাজগুলো করার জন্য সফটওয়্যার লাগবে না। আপনার ইন্টারনেট সংযোগটিই যথেষ্ট। শুধু নির্দিষ্ট সাইটে গিয়ে কোন ফরমেট থেকে কোন ফরেমেটে রূপান্তর করতে চান তা সিলেক্ট করে নির্দিষ্ট ফাইলটি আপলোড করে দিন। এবার কনভার্ট করার কমান্ড দিন। একটু পর একটি ডাউনলোড লিংক তৈরি হবে। এবার এই ডাউনলোড লিংক এ ক্লিক করে নতুন ফরমেটে ফাইলটি কম্পিউটারে সেভ করে নিন।
এমন অনেক সাইট আছে ইন্টারনেটে। তবে আমি এই তিনটি সাইট ব্যবহার করি।
www.convertfiles.com
www.freefileconvert.com

নিচের সাইটটিতে bijoy থেকে unicode এবং unicode থেকে bijoy এ রূপান্তর করতে পারেন:
www.banglaconverter.com/
 

Tags: convert file online, converter,  কনভার্টার,

1 টি মন্তব্য:

  1. ami still picture e mp3 song add korte chai, mane jokhon keu sei chobi click korbe tokhon she chhobir sathe gaan tao shunte pabe.
    Your advise would be highly appriciat.
    with thanks Hasan Kabeer.
    kaabirh@gmail.com

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ