পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

প্রিন্ট কমান্ড বাতিল করতে চাইলে.....

প্রিন্ট কমান্ড দেয়া পর তা বাতিল করা অনেক ঝামেলার ব্যাপার। অনেক ক্ষেত্রে পিসি রিস্টার্ট না করে বাতিল করার কোন উপায় নেই। Stalled Printer Repair নামেরএকটা ছোট সফটওয়্যার দিয়ে এই
কাজটা করা খুবই সহজ। এখানে ক্লিক করে  সফটওয়্যার ডাউনলোড করে রান করালেই হবে। পোর্টেবল ভার্শন বলে ইন্সটল করতে হয়না। রান করার পর রিফ্রেস দিলে সবগুলো কমান্ড দেখাবে। সেখান থেকে Purge Print Jobs এ ক্লিক করলে সব কমান্ড বাতিল হয়ে যাবে।





 


Tags: Cancel Print command, print spooling


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ