পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

মালয়েশিয়ার রেজিস্ট্রেশন এর সময় বিভিন্ন সমস্যা ও এর সমাধান প্রসঙ্গে

প্রিয় উদ্যোক্তা বন্ধুরা
শুভেচ্ছা। আপনারা যারা মালয়েশিয়ার রেজিষ্ট্রেশন এর কাজ করছেন বা আগামী দিন গুলোতে করবেন, রেজি. ফরম পূরণ ও পাসওর্য়াড সংক্রান্ত কিছু সমস্যার সম্মূখীন হচ্ছেন। দেখে নিন এই সমস্ত সমস্যা সমাধানের কিছু টিপস:

১. পুশ-পুল এসএমএস এর মাধ্যমে পাসওর্য়াড পাবার ক্ষেত্রে g2g<space>np এর g  বড় হাতের (G) লিখলে বা space না দিলে  password পাবেন না বা unauthorized দেখাবে।
২.  District বা Union Chart Show না করলে Dropdown chart এ ctrl+F5 press করলে chart পাওয়া যেতে পারে।
৩. একই  password দিয়ে একসাথে একের অধিক কম্পিউটারে লগ ইন করে কাজ করা যাবে না।
৪. ফরম  Submit করার পরে Log out হলে Registered Job Seeker এ Registration Card পাওয়া যাবে।
৫. পুশ পুল ছাড়াও web site থেকে Password Request করে Password পাওয়া যাবে।
৬. একজন ব্যক্তি একবারই Registration করতে পারবেন।
৭. Submit করার সময় নিজ District বা Union ঠিক থাকলেও Printed card এ ভুল আসলেও তার নিজ District Submit হয়েছে। এক্ষেত্রে Reload দিলে Database এর সাথে মিলিয়ে দেখা যাবে।
টুটুল
এটুআই প্রোগ্রাম
প্রধানমন্ত্রীর কার্যালয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ