পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

নতুন একটি ব্লগ (Blog) তৈরি করুন (ধাপ - ১)

আমার ব্লগটি ভিজিট করে অনেকেই আমাকে অনুরোধ করেছেন কিভাবে একটি নতুন ব্লগ তৈরি যায় তা নিয়ে যেন পোষ্ট লিখি। সে উদ্দ্যেশেই আজ ১ম পর্ব শুরু করছি।

ফ্রি ব্লগ তৈরি করার অনেক পদ্ধতি রয়েছে। আমি যেটা তৈরি করেছি তা নিয়েই আলোচনা করব। আমি blogger.com এ আমার ব্লগটি তৈরি করেছি। কেউ ইচ্ছে করলে wordpress.com এ ও ব্লগ তৈরি করতে পারেন। blogger.com এ ব্লগ তৈরি করলে তার এড্রেসটির নমুনা এরকম: xyz.blogspot.com  যেহেতু এখানে ব্লগ তৈরি করতে কোন টাকা পয়সা লাগেনা তাই সাবডোমেইন হিসেবে blogspot শব্দটি থাকে।
blogger এ ব্লগ তৈরি করতে হলে google এর যেকোন সেবা যেমন: google calendar, google drive অথবা gmail এ একটা একাউন্ট থাকতে হবে। যাদের নেই তারা www.gmail.com এ প্রবেশ করে  Create new accounts এ ক্লিক করে ফরম পুরণ করে একাউন্ট তৈরি করে নিন। একাউন্ট তৈরি করতে সমস্যা হলে এই লিংকটি ভিজিট করুন।

জিমেইল এ একাউন্ট তৈরি করা হয়ে গেলে www.blogger.com এ প্রবেশ করুন। এখানে জিমেইল এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
ব্লগারে স্বাগতম পাতাটি আসবে। এখানে প্রোফাইল তৈরি করতে হবে।একটি Google+ প্রোফাইল তৈরি করুন অথবা একটি সীমিত ব্লগার প্রোফাইল তৈরি করুন -এ ক্লিক করুন। এখানে তথ্যাদি দিয়ে upgrade করুন। Continue তে ক্লিক করুন।  Continue anyway তে ক্লিক করুন।  Finish বাটনে ক্লিক করুন। ছবি এড করতে চাইলে ব্রাউজ করে লোকেশান দেখিয়ে দিন। ব্লগারে অবিরত রাখুন এ ক্লিক করুন। ডানপাশে উপরে ভাষা ইংরেজি সিলেক্ট করুন। অবশ্য বাংলাও রাখতে পারেন।
বামপাশে উপরে New blog বাটনে ক্লিক করুন।
Title: আপনার ব্লগের শিরোনাম দিন। (যেমন: জানতে হলে জানাতেও হবে)
Address: আপনার ব্লগের একটি ঠিকানা দিন অর্থাৎ blogspot.com এর পূর্বে কী হবে সেটা লিখুন। সেটা হতে পারে আপনার ব্লগের বিষয় সম্পর্কিত অথবা আপনার নিজের অথবা অন্য যেকোন নাম যা ইতপূর্বে কেউ ব্যবহার করেনি।
যেকোন একটি Template সিলেক্ট করুন। এবার Create Blog বাটনে ক্লিক করুন।

দেখুন আপনার ব্লগ তৈরি হয়ে গেছে। আপনি একটি ব্লগের মালিক হয়ে গেলেন। এবার যে এড্রেস দিয়েছিলেন সেটা এড্রেস বারে লিখে ব্রাউজ করে দেখুনতো কেমন দেখাচ্ছে আপনার নিজের ব্লগটি।
উপরের ধাপগুলোর যেকোন যায়গায় সমস্যা মনে হলে পূনরায়  www.blogger.com এ প্রবেশ করুন।

দয়া করে মন্তব্য করুন এবং আর কী চান তা লিখুন। 

১০টি মন্তব্য:

  1. Assalamualikum, vhi kamon achan,valoto?
    asha kori valo achan! Ame Shakir hossain tuhin
    from Bandarban. (Email-tuhinbandarban@gmail.com) Vhi ame 1ta notun blog khulachi but ar thaka ki vhaba incame+use+Flas animation+etc janina.
    Jodi upne amay kisu tips ditan tahola ai choto vhi vison upokrito hotam.
    Mobile-01558442935.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এত কিছু দরকার নাই। যা পাইচগেন তা নিয়াই সন্তুষ্ট থাকেন...।বিনা টাকায় website.যা আছে তাই ত যান্তেন না আগে

      মুছুন
  2. ভালইতো পারেন। ভাল লাগল...

    উত্তরমুছুন
  3. বাই আমি নতুন একটি ব্লগ তৈরি করেছি কিন্তু আমার ব্লগিট google খুযে পায়না কেন ।দয়া করে জানাবেন কি

    উত্তরমুছুন
  4. আপনার এই সাইটটি আমার বেশ ভালো লাগে, বিশেষ করে বিভিন্ন চিঠিপত্র গুলো। ধন্যবাদ আপনাকে।

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ