এমন একটা পিসিতে অনলাইনে ফরম পূরণ করতে বসেছেন যেটাতে ছবি রিসাইজ করার মতো কোন সফটওয়্যার (যেমন: এডবি ফটোশপ) নেই কিন্তু আপনার ছবিটাকে একাট নির্দিষ্ট সাইজ (যেমন: ৩০০
-৩০০, রেজ্যুলেশন ১০০) করে সাবমিট করতে হবে। এখন কি করা উচিত? এ ধরণের একটা সফটওয়্যার ইন্সটল করবেন নাকি অন্য একটা পিসিতে পরে আবার বসবেন এই কাজটা করার জন্য? এত ঝামেলা করার সময় নেই। যা করার এখনই করতে হবে। আর সেজন্যই সরাসরি http://www.picresize.com এই ওয়েব সাইটটি তে লগ ইন করে আপনার ছবিটি মনের মত করে রিসাইজ করে নিন আর সাবমিট করুন যেকোন প্রয়োজনে।Tags: photo, picture, resize, edit
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ