পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

যেকোন প্রোগ্রাম লক করে রাখুন ছোট একটা সফটওয়্যার দিয়ে

আমরা ইচ্ছে করলেই আমাদের পিসির যেকোন প্রোগ্রাম লক করে রাখতে পারি যা অন্য কেউ খুলতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেমন আপনি চাচ্ছেন যেন আপনার পিসিতে কেউ MS Word, MS,
Excel অথবা Skype সফটওয়্যারটি আপনি ছাড়া অন্য কেউ চালাতে না পারে। এ কাজটি খুব সহজেই ছোট একটা সফটওয়্যার (মাত্র 1.6 মে.বা.) দিয়ে করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এটি ইন্সটল করতে হয়না। শুধুমাত্র রান করলেই প্রোগ্রাম সিলেক্ট করতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি নির্দিষ্ট প্রোগ্রামের শর্টকাট বা আইকনটি দেখিয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে Apply করে Close করে নিলেই হবে। সফটওয়্যারটি হলো ExeLock. ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Kaka ExeLock


আরেকটি সফটওয়্যার (WinGuard Pro 2013 - 8.0.0.8) আছে যা দিয়ে Windows এর অনেকগুলো কমন প্রোগ্রাম লক করে রাখা যায়।


যেমন:
** Built-in free programs: Password Lock Programs, Applications, EXE Files, Run, Computer, Foldr Option, Date & Time setting, Task Manager Etc.                                          
** Encrypt Files and Folders 128 bit AEs                                
** Password Lock Web Browser, inc. Internet Explorer, Chrome and FireFox                      
** Block Software Installations                 
** Lock your own programs: add any of your own programs for locking                      ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: 
WinGuard Pro 2013 
                                                                                                                                                                                                            

1 টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ