এক পিসি একাধিক ব্যক্তি ব্যবহার করলে ব্যক্তিগত কিছু তথ্য অন্যের নিকট প্রকাশ হলে তা খুব বেমানান লাগে। যেমন আমি কোন কোন সফটওয়্যার ব্যবহার করি, কোন কোন ফাইলে কাজ করি, কোন ওয়েব
সাইট ব্রাউজ করি, কোন কোন কীওয়ার্ড সার্চ করি ইত্যাদি। ইন্টারনেট ব্যবহার করার পর ব্রাউজার থেকে ইতিহাস (History) মুছে ফেললে তার আর পরে কেউ দেখতে পাবে না। কিন্তু মনে না থাকলে? তাছাড়া Clear করার পরও এড্রেস বারে কয়েকটা লেটার টাইপ করলেই বাকিটা নিজে থেকেই কমপ্লিট করে দেখায় যা মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে**** ৪১৭ কিলোবাইটের একটি ছোট সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। অটো ইরেজার অন করা থাকলে এটা নিজে থেকেই সকল ইতিহাস মুছে ফেলবে। ফলে ভুলে গেলেও কোন সমস্যা নেই। ডাউনলোড করুন এখান থেকে
Thank you boss
উত্তরমুছুনValo laglo... tnx.. :)
উত্তরমুছুনExcellent... :) Tnx ..
উত্তরমুছুনthanks .......................
উত্তরমুছুনThank U Bhai jan
উত্তরমুছুন