পৃষ্ঠাসমূহ

রবিবার, ৮ জুলাই, ২০১২

মনিটর উল্টো হয়ে গেছে? সবকিছু উল্টো লাগছে?

নিচের ছবিটি দেখুনতো? কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যে, আপনার মনিটের সবকিছেু উল্টো দেখাচ্ছে? কিংবা বা দিকে অথবা ডানদিকে দেখাচ্ছে? হতেই পারে? ভয় পাবার কিছুই নেই এ সমস্যা সমাধানের একাধিক উপায় রয়েছে?
** ডেস্কটপে মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করুন
** Properties এ ক্লিক করুন
** Graphics Options এ যান
** Rotation এ যান
** এবার Normal এ ক্লিক করুন

অথবা
Ctrl + Alt + Arrow Key চাপুন


Tags: Rotation, Desktop, Graphics option

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ