যারা অফিস ২০০৭ ব্যবহার তারা এমএস ওয়ার্ড চালু করে লেখা শুরু করলেই প্রতিটি লাইনের দুরত্ব অনেক বেশি হয়ে যায়। নিচের ছবিটি দেখুন
উপরের ছবিটির যেখানে 10 pt রয়েছে সেখানে 0 লিখে Ok ক্লিক করুন।
যেখানে Multiple রয়েছে সেখানে ক্লিক করে Single করে দিন।
দেখুন লাইনের স্পেসিং Normal হয়ে গেছে।
এই লাইন স্পেসিং যদি সবসময়ের জন্য নির্ধারন (Default) করে রাখতে চান তাহলে নিচের ছবিটির মতো Default এ ক্লিক করুন। তাহলে এরপর থেকে এমএস ওয়ার্ড খুললেই লাইনের স্পেসিং Normal থাকবে।
আবার নিচের ছবিটি দেখুন
দেখুন দুটি ছবির লাইনের স্পেসিং বা দুরত্ব দুই রকম। নিচের ছবিটির মতো দুরত্ব করতে চাইলে যা সহজে করতে হবে হা হলো:
প্রথমেই অফিস ২০০০ বা ২০০৩ এর মতো Menu নিয়ে আসুন এই লিংকটি অনুসরন করে
এবার যে অংশটুকু লাইন স্পেসিং কমাতে চান সে অংশটুকু সিলেক্ট করুন।
এবার Format Menu হতে Paragraph এ ক্লিক করুন।
যেখানে Multiple রয়েছে সেখানে ক্লিক করে Single করে দিন।
দেখুন লাইনের স্পেসিং Normal হয়ে গেছে।
এই লাইন স্পেসিং যদি সবসময়ের জন্য নির্ধারন (Default) করে রাখতে চান তাহলে নিচের ছবিটির মতো Default এ ক্লিক করুন। তাহলে এরপর থেকে এমএস ওয়ার্ড খুললেই লাইনের স্পেসিং Normal থাকবে।
Tags: MS Word 2007 2010, Office 2007 2010, Paragraph, প্যারাগ্রাফ, Line spacing , লাইন স্পেসিং
good..........
উত্তরমুছুন