পৃষ্ঠাসমূহ

সোমবার, ১১ জুন, ২০১২

ডেস্কটপের আইকনগুলোর চেহারা একই রকম হয়ে গেছে? কোন প্রোগ্রাম চালু করা যাচ্ছে না?

এমন পরিস্থিতিতে কি কখনো পড়েছেন যে, আপনার পিসির ডেস্কটপের সবগুলো আইকনের চেহারা একই রকম হয়ে গেছে দেখতে? যে আইকনেই ক্লিক করা হয় একই প্রোগ্রাম দিয়ে চালু করার চেষ্টা করে এবং চালু
হয় না? আমি এমন একটি সমস্যা পেয়েছিলাম কিছুদিন আগে। এখন জেনে নিন কিভাবে সমাধান করতে হবে।
১ কিলোবাইটের একটি রেজিষ্ট্রি ফাইল ডাউনলোড করে ইন্সটল করে নিন। দেখবেন সাথে সাথেই সমস্যা সমাধান।
ইন্সটল করার পর অবশ্যই রিস্টার্ট করতে হবে।


Tags: registry, lnk, desktop icon, extension problem, ‍all program same icon, file opening problem

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ