পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ মে, ২০১২

প্রাইজ বন্ডের ড্র-এর ফলাফল দেখুন

আমাদের অনেকের কাছেই বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রন করা প্রাইজ বন্ড রয়েছে। কেউ কেউ কিনেন আবার কেউ কেউ গিফট পান। কিন্তু ড্র যে কখন হয় আর কোথায় যে এর ফলাফল পাওয়া যায় সে খবর বলা
মুসকিল। এ সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক এই লিংকটি চালু করেছে এখানে একটি একটি নাম্বার চেক করা যায়। আবার এই সিরিয়ালের একাধিক নাম্বার হলে 0012345~0012349 এভাবে লিখেও সার্চ করা যায়। আবার 0012345~0012349, 0030401,0123901, 1234708 এভাবেও সার্চ করার সুযোগ রয়েছে। সর্বশেষ ড্র ছাড়াও ইতোপূর্বের বেশ কিছু ফলাফল পাবেন এখানে।

Tags: Prizebond, Prize Bond, প্রাইজবন্ড, প্রাইজ বন্ড, how to check prizebond draw, প্রাইজবন্ডের ড্র এর ফলাফল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ