পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১১ মে, ২০১২

ওয়েব সাইট ভিজিটের সময় অযাচিত বিজ্ঞাপন থেকে মুক্ত থাকুন

আমরা যখন বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজিং করি তখন দেখা যায় হাজারো বিজ্ঞাপন এসে হাজির হয় মনিটরে। তখন এই বিজ্ঞাপনের কারণে পেজ খুব দেরিতে খুলে আর ডাউনলোড হতেও সময় নেয় বেশি। এই
ঝামেলা থেকে বাচঁতে অবশ্যই Mozila Firefox ব্যবহার করুন। আর সাথে এই লিংক থেকে একটি Ad Block নামের একটি Add-ons ইন্সটল করে নিন। এবার দেখবেন এমন ঝকঝকে একটি স্ক্রীন।

1 টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ