পৃষ্ঠাসমূহ

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

ওয়ার্ড ২০০৭ / ২০১০ এ ফুটারে File name & Path দিতে হলে...

অফিস ২০০৩ বা পূর্বের ভার্শনে কোন ডকুমেন্টের ফুটারে ফাইলের নাম এবং লোকেশান দেয়া খুব সহজ ছিল। Header & Footer থেকে Auto Text এর File name & path এ ক্লিক করলেই চলে আসতো। কিন্তু
অফিস ২০০৭ বা পরের ভার্শনে এটা খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে। নিম্নের পদ্ধতি অনুসর করে এটা আমরা করতে পারি:
Insert Tab এর Ribbon হতে Footer এ ক্লিক করতে হবে।

Edit Footer এ ক্লিক
Quick Parts হতে Field এ ক্লিক

বামপাশের তালিকা হতে FileName এ ক্লিক করে ডানপাশে Add Path to Filename এর বামপাশে টিক চিহ্ন দিয়ে Ok করলেই
ফাইলের নাম এবং লোকেশান ফুটারে চলে আসবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ