পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

যেকোন একাউন্টের মেইল চেক করুন লগ ইন না করেই..

আমাদের অনেকেরই একাধিক মেইল আইডি রয়েছে ভিন্ন ভিন্ন সার্ভারে। যেমন: জিমেইল ২টি, ইয়াহুতে ১টি, হটমেইলে ১টি কিংবা অন্য কোন সার্ভারে। আর এই সকল মেইলের ইনবক্স চেক করতে
হলে ৪/৫ বার লগ ইন করতে হয়। এমন হলে খুব ভাল হয় যে কম্পিউটার চালু করার সাথে সাথে একটা সফটওয়্যার চালু হয়ে গেল আর ইন্টারনেট সংযোগ পাওয়ার সাথে সাথে সেই সফটওয়্যারটি প্রত্যেকটি মেইলের নতুন মেইল আছে কিনা চেক করা শুরু করল। এবং নতুন মেইল যখনই আসল তখনিই আপনাকে জানিয়ে দিল। আর লগইন না করেই আপনার ডেস্কটপ থেকেই মেইলটা পড়ে ফেললেন। ইচ্ছে করলে আপনি যেকোন একাউন্ট ব্যবহার করে মেইল পাঠাতেও পারেন এখান থেকে। এতে করে সময়টাও বেঁচে গেল আর ঝামেলা থেকেও বাঁচা গেল। এমনইি একটি সফটওয়্যার POP Peeper. এই সফটওয়্যারটি ইন্সটল করে আপনার সকল মেইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফিগার করে দিন। আর চিন্তা নেই যা করার সে-ই করবে। আপনার কম্পিউটার যদি আপনি ছাড়াও অন্য কেউ ব্যবহার করে ভয় পাওয়ার কিছু নেই কারন এডমিন পাসওয়ার্ড সেট করে দিলে মেইল আসার নোটিফিকেশন পাবে ঠিকই কিন্তু পড়তে পারবে না পাসওয়ার্ড ছাড়া।
ডাউনলোড করুন এখান থেকে (1.2 MB)।
বিস্তারিত জানতে ক্লিক করুন।



 আরো একটি ভাল সফটওয়্যার:

Mozilla Thunderbird সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আর আপনার Gmail
এড্রেসের সকল কাজ সম্পন্ন করুন www.gmail.com এ লগ ইন না করেই  আপনার
ডেস্কটপ থেকে।
http://www.mozilla.org/thunderbird/download/?product=thunderbird-13.0.1&os=win&lang=en-US
(17 মেগাবাইট)

Mozilla Thunderbird এ নতুন একাউন্ট তৈরি করার মানে হচ্ছে এই সফটওয়্যার
ইন্সটল হওয়ার পর আপনি কোন কোনই একাউন্ট এর মেইলগুলো এই সফটওয়্যার দিয়ে আদান
প্রদান করবেন সেটা দেখিয়ে দেয়া। নতুন কোন ইমেইল এড্রেস খুলেতে হবে না আর
ফরওয়ার্ডও করতে হবেনা। শুধু আপনার বর্তমানে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড
(যেমন: dpeohobig@gmail.com) দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। এই একাউন্ট
তৈরি করলে আপনার মূল জিমেইল একাউন্টে কোন পরিবর্তন বা নষ্ট হবেনা।
শুধুমাত্র আপনার ঐ নির্দিষ্ট এড্রেসের মেইলগুলো আপনার কম্পিউটারে মজিলা
থান্ডারবার্ড সফটওয়্যারে এসে জমা হবে। আবার মূল একাউন্টেও মেইলগুলো
থাকবে। আপনি ইচ্ছে করলে www.gmail.com এ লগ ইন করেও মেইল আদান প্রদান
করতে পারবেন একই সাথে। একটা হচ্ছে ওয়েব সাইটে প্রবেশ করে অন্যটা ওয়েব
সাইটে প্রবেশ না করে। দু জায়গায়ই একই রকম ব্যবস্থা।




Tags: Email, E-mail, Internet, ইমেইল, ই-মেইল

২টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ