পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

ওয়ার্ড ২০০৭/২০১০ এ সমীকরণের ফন্ট পরিবর্তন করতে হলে...

মাইক্রোসফট ওয়ার্ড এ সমীকরণ লিখতে হলে :
অফিস ২০০৩ বা পূর্বের ভার্শনে সমীকরণ লিখতে চাইলে আমরা Insert Menu >> Object >> Microsoft Equation 3.0 হতে লিখতে পারি।
লিখার পর সিলেক্ট করে Style Menu হতে Other এ ক্লিক
করে Font সিলেক্ট করে দিলেই হবে। Size Menu হতে Other এ ক্লিক করে Font Size লিখে দিয়ে ওকে করলেই ফন্ট বড় বা ছোট করা যায়।

কিন্তু অফিস ২০০৭ বা পরের ভার্শনে সমীকরণ লিখা বা ফন্ট পরিবর্তন করার নিয়মটা একটু ভিন্ন।
Insert Tab এর Ribbon এর ডানপাশে
 
Equation বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সমীকরণটি লিখতে হবে। ফন্ট পরিবর্তন করতে চাইলে
 
Normal Text এ ক্লিক করে সিলেক্ট করতে হবে। এবার Home Tab হতে
 
ফন্ট এবং ফন্টের সাইজ সিলেক্ট করে দিতে হবে।

** যদি সমীকরণ লেখার অপশন না পাওয়া যায় তবে আপনি যে ভার্শন ব্যবহার করছেন 2000/2003/2007/2010/2013 যেটাই হোক সেটার সেট আপ ফাইল এ ক্লিক করে সেট আপ অপশন এ যেতে হবে। তারপর Add/Remove Feature এ ক্লিক করে Advance সিলেক্ট করতে হবে। এবার Microsoft Word, Microsoft Excel সহ আরো বেশকিছু অপশন পাওয়া যাবে। একেবারে নিচের দিকে Tools অপশন পাওয়া যাবে। সেটার উপর রাইট বাটন ক্লিক করে  Run all from my computer সিলেক্ট করে আপডেট করলেই সমীকরণ অপশনটি আপনার এমএস ওয়ার্ডে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ