পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

অফিস 2007 বা 2010 এ Menu আনুন 2000 বা 2003 এর মতোই

আমরা যারা অফিস ২০০৭ বা ২০১০ ব্যবহার করতে ইচ্ছুক তার ইন্টল করার পর যখন দেখি Menu নেই তখন ভয়ে আবার ২০০০ বা ২০০৩ এ ফিরে যাই। আর ভয়ের কিছু নেই। এবার অফিস ২০০৭ বা ২০১০ এ Menu দিয়েই কাজ
করুন। এখান ক্লিক করে একটি ৩০০ কিলোবাইটের সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিন। দেখবেন এই রকম একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। এখানে File, Edit, View সহ আগের সব Menu ই পাবেন।

Tags: Office 2007, Office 2010, Menu, অফিস ২০০৭, অফিস ২০১০, মেনু, Menu, office2007, office2010, 

৬টি মন্তব্য:

  1. প্রলয় কুমার রায়২০ মে, ২০১২ এ ৯:৫৫ PM

    অফিস ২০১০ এ ইন্সটল হয় না। ফাইল corrupted message দেয়।
    পুনরায় সেট করে দিলে উপকৃত হব।

    উত্তরমুছুন
  2. এবার কাজ করবে। আর আমি নিজেই অফিস ২০১০ এ চালাচ্ছি। আরেকবার চেষ্টা করুন দয়া করে।

    উত্তরমুছুন
  3. লিঙ্কটা পরিবর্তন করে দিয়েছি এখন কী আরেকবার চেষ্টা করবেন।

    উত্তরমুছুন
  4. আপনার থেকে অনেক মূল্যবান তথ্য পেয়ে উপকৃত হলাম । ধন্যবাদ আরো তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মিজানুর রহমান, কুমিল্লা

    উত্তরমুছুন
  5. আপনাকেও ধন্যবাদ আমার ব্লগটি ভিজিট করার জন্য।

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ