পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৬ মার্চ, ২০১২

অফিস ২০০৭ এ সেভ করা ফাইল অফিস ২০০৩ ফরমেটে রূপান্তর করুন

মেইলে একটি ফাইল পেলেন অথবা পেনড্রাইভ দিয়ে একটি ওয়ার্ড বা এক্সেলের ফাইল নিয়ে এলেন। আনার পর দেখা গেল ফাইলটি খুলছে না। কারণ আপনি অফিস ২০০৩ ব্যবহার করেন আর যে ফাইলটি
এনেছেন সেটি অফিস ২০০৭ এর ফরমেটে আছে। মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না। .docx বা .xlsx ফরমেট থেকে .doc বা .xls ফরমেটে কনভার্ট করে ফেলুন ফাইলটি। আর এটা করতে হলে ছোট দুইটা সফটওয়্যার রয়েছে। ডাউনলোড করে নিন। তারপর কাজ করুন নিশ্চিন্তে।
ওয়ার্ড ২০০৭ থেকে ওয়ার্ড ২০০৩ এর কনভার্ট করার জন্য ডাউনলোড করুন
এক্সেল ২০০৭ থেকে এক্সেল ২০০৩ এর কনভার্ট করার জন্য ডাউনলোড করুন

বি:দ্র: যারা National Portal Framework প্রশিক্ষণের সিডি পেয়েছেন তাদের সিডিতে সফটওয়্যার দুটো পাবেন।

ধরুন, সফটওয়্যার ডাউনলোড করার সুযোগ নেই অথবা অন্যের পিসিতে বসে কাজ সেরে নিচ্ছেন তখন কী করবেন?
 
তখন অনলাইনেই কাজটি সেরে নিতে পারেন কোন ঝামেলা ছাড়াই। শুধু নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে নির্দিষ্ট ফাইলটি দেখিয়ে দিন। আর কোন ফরমেটে নিতে চান সেটা বলে দিন। তারপর কনভার্ট বাটনে ক্লিক করুন। কয়েক মিনিটের মধ্যেই একটা লিংক তৈরি হবে। এবার সেই লিংক এর উপরে রাইট বাটন ক্লিক করে "Save Link As" or "Save Target As" এ ক্লিক করে ফাইলটি সেভ করে নিন। ব্যাস, এবার নিশ্চিন্তে খুলে ফেলুন আপনার ফাইল।
এমন দুইটা সাইট হচ্ছে : http://www.freefileconvert.com,  http://www.convertfiles.com/
এমন অসংখ্য সাইট রয়েছে ইন্টারনেটে। যেকোন একটিতে ঢুকে কাজ সেরে নিন।




Tags: Office2007, Office 2007, অফিস ২০০৭, কনভার্টার, Converter, অফিস২০০৭, xlsx, docx 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ