কোন একটা জরুরি মিটিং এ আছেন, মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ সময় দেখা লাগতে পারে আবার প্রয়োজনে কলও করা লাগতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন কোন কল তখন না আসুক এবং
কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে। এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন: *35*0000# কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে। এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন: #35*0000#
এসএমএস বন্ধ রাখতে: *35*0000*16#
এসএমএস চালু করতে: #35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড। অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জেনে নিতে হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ রাখা যায়:
বন্ধ করতে: *33*0000#
চালু করতে: #33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন যেকোন সময়।
আর উপরের সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই।
Tags: Mobile, call, মোবাইল, grameenphone, robi, aktel, airtel, banglalink, teletalk, warid, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, একটেল, ওয়ারিদ, টেলিটক
valo hai jodi teletalk and robir password janan
উত্তরমুছুনভাল একটা পোষ্ট
উত্তরমুছুনmany many thanks to you...
উত্তরমুছুনYou are most welcome...
মুছুনaashole aneeek valo 1 ta post tnx
উত্তরমুছুন