পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২ মার্চ, ২০১২

একই নেটওয়ার্কে থাকা পিসির সাথে চ্যাট করুন ইন্টারনেট সংযোগ ছাড়া

আপনার অফিসে বা বাসায় যদি একাধিক পিসি থাকে আর সেগুলো যদি কেবলে দিয়ে আন্তসংযোগে দেয়া থাকে অর্থাৎ LAN করা থাকে তাহলে যেমন একটি পিসির ফাইল অনায়াসেই আরেকটি পিসি থেকে খোলা, পরিবর্তন করা বা মুছা
যায় আর একটি প্রিন্টার দিয়ে সকল পিসি থেকে প্রিন্ট নেয়া যায়, একটি মোডেম দিয়ে একসাথে সবগুলোতে ইন্টারনেট ব্যবহার করা যায় তেমনি এক পিসি থেকে অন্য পিসিতে ইন্সটেন্ট ম্যাসেঞ্জার দিয়ে চ্যাট ও করা যায়। একটি ফ্রি সফটওয়ার (Network Chat) ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর Chat Menu থেকে Network Configuration এ ক্লিক করে Get Names এ ক্লিক করুন। ল্যান সংযোগ থাকা সবগুলো পিসির নাম দেখাবে। এবার সেভ করুন। এখন যার সাথে চ্যাট করতে চান তার পিসির নামের উপর ডাবল ক্লিক করে চ্যাট শুরু করুন।

ডাউনলোড করুন এখান থেকে
আমি আমার অফিসে এই সফটওয়্যারটি ব্যবহার করি।
এ ধরণের আরেকটি সফটওয়্যার হচ্ছে  IntraMessenger 1.30C
ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে

৪টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ