পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

ওয়ার্ডে পেজ সেটআপ করার পর বুঝা যাচ্ছে না জায়গা কতটুকু (Text Boundaries )

এমএস ওয়ার্ডে পেজ সেটআপ করার পর আপনি কাজ করার সময় বুঝতে পারছেন না যে আপনার লেখার জন্য নির্ধারিত স্থান কতটুকু। অর্থাৎ মার্জিন কতটুকু আছে সেটা বুঝা যাচ্ছে না। আপনি যদি দেখতে চান তাহলে Tools Menu >> Options >> View >> Text Boundaries এর বামপাশে টিক চিহ্ন দিয়ে দিন। ব্যাস হয়ে গেলো।

অফিস 2007 বা পরের ভার্শন এর জন্য:

Office বাটন ক্লিক করে Word option এ ক্লিক করে বামপাশের Advance এ ক্লিক করে ডানপাশে Show document content এর অধীনে ‍Show Text Boundaries এর বামপাশের টিক চিহ্ন দিয়ে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ