পৃষ্ঠাসমূহ

শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১২

আপনার পিসির বিস্তারিত তথ্য জেনে নিন..

আপনার পিসি কোন অপারেটিং সিস্টেমে চলে, র‌্যাম কত, কোন ব্র্যান্ডের, কোন মডেলের বায়োসের ভার্শন কত ইত্যাদি অনেক কিছুই জানার প্রয়োজন হতে পারে। এটা জানার জন্য একটি শর্টকাট তৈরি করে নিন ডেস্কটপে


From the desktop, right-click and make a new text file. name it anything.

open the file, and File Menu click save-as. rename it 'system information.nfo'
and save it back to the desktop.
এখানে .nfo হচ্ছে ফাইল এক্সটেনশন। অর্থাৎ ফোল্ডার এমএস ওয়ার্ডে যেমন abcd.doc থাকে ঠিক সেরকম। তাই রিনেম করার সময় ফোল্ডার অপশন থেকে Hide Extensions for known file type এর টিক চিহ্ণ উঠিয়ে দিতে হবে। তারপর রিনেম করতে হবে।

দেখুন নতুন একটি আইকন তৈরি হয়েছে। আবার এটা ওপেন করুন। দেখুন তো আপনার পিসির সব তথ্য দেখাচ্ছে কিনা?

একটা সফটওয়্যার ইন্সটল করে দেখুন এমন কোনো তথ্য কি আছে যা এখানে দেখাচ্ছে না। HWiNFO32 v4.05.1735 Beta নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।

আরো একটি সফটওয়্যার আছে SIV (System Information Viewer) 4.33 Beta 16 / 4.32 ডাউনলোড করুন এখান থেকে।

২টি মন্তব্য:

  1. Desktop এ Right Click, new, Microsoft office word Document, যেকোন নাম দিয়ে সেভ করে ফাইলটি open করে save as, 'system information.nfo'/'system information.info' লিখে সেভ করলাম কিস্তু হচ্ছে না। অনুগ্রহ করে জানালে উপকৃত হব।

    উত্তরমুছুন
  2. একটু ভুল হয়েছে New >> MS Word নয় এখানে Text File এ ক্লিক করতে হবে। আশা করি হয়ে যাবে।

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ