ওয়োর্ডের ডকুমেন্ট খুললে পরিচিত চেহারাটা দেখতে পাচ্ছেন না?
এমএস ওয়ার্ড খুললেন কিছু লিখবেন অথবা কোন ডকুমেন্ট এডিট করবেন। কিন্তু দেখলেন পেজটা যেরকম দেখানোর কথা সেরকম দেখাচ্ছে না অর্থাৎ সঠিক লেআউটে নেই। লে-আউট ঠিক করলেই দেখবেন চিরচেনা চেহারা ফিরে এসেছে। এ কাজটা করতে চাইলে View Menu > Print Layout এ ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ