পৃষ্ঠাসমূহ

শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১২

উইন্ডোজ ৭ এ একাধিক ফাইল সিলেক্ট করুন মজার উপায়ে

আমরা সাধারণত একাধিক ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য Ctrl বাটন চেপে ধরে মাউস দিয়ে ক্লিক
করে করে করি। এটা এক্সপি বা ৭ সবক্ষেত্রেই প্রযোজ্য। উইন্ডোজ ৭ এ আরো একটি মজার উপায় আছে। ফাইলের বা ফোল্ডারের বাম পাশে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করা যেমনটা মোবাইলে মার্ক/আনমার্ক করার মতো। এই অপশনটি চালু করতে হলে যেকোন ফোল্ডার ওপেন করুন। এবার Organize Menu হতে Folder and Search Options এ ক্লিক করুন। View ট্যাব হতে Use check boxes to select items এর বামপাশে টিক চিহ্ন দিয়ে অপশনটি চালু করে দিন। Ok করে বের হয়ে আসুন। এবার দেখুন যেকোন ফাইল বা ফোল্ডারের পাশে মাউস পয়েন্টার রাখলেই টিক দেয়ার অপশন আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ