পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে দুটি লাইনের মাঝে কতটুকু ফাঁকা থাকবে নির্ধারণ করে দিন..

ওয়ার্ডে কাজ করলে প্রায়শই দুটি লাইনের মাঝখানের দুরত্ব বা ফাঁকা যায়গা পরিবর্তন করে দিতে হয়। সাধারণত ১ লাইন স্পেসিং থাকে।
তা পরিবর্তন করে ১.৫ লাইন, ২ লাইন বা যতটুকু ইচ্ছে করে দেয়া যায়। প্রথমে যে অংশটুকুর লাইন স্পেসিং পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে নিন। ১.৫ লাইন করতে চাইলে Ctrl + 5 , দুই লাইন করতে Ctrl + 2 , সিঙ্গেল লাইন করতে Ctrl + 1 চাপুন। এছাড়াও যদি আরো কম বা বেশি করতে চান তাহলে Format Menu >>> Paragraph >>> Line Spacing এর অধিনে Multiple সিলেক্ট করে ডানপাশে .5 , .75, 3, 4 , 5 যতে ইচ্ছে লিখে ওকে করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ