পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

মনিটরে যা দেখতে পাচ্ছেন তার কিছু অংশ প্রিন্ট নিতে চান?

আমরা এমএস ওয়ার্ডে কোন কাজ করার সময় অথবা কোন ওয়েব সাইট ভিজিট করার সময় অথবা কোন মেইল চেক করার সময় ওই পেজের কিছু অংশ প্রিন্ট নিনে চাই। কিন্তু
প্রিন্ট কমান্ড দিলে পুরো পাতায় যা আছে সবটা প্রিন্ট হয়ে যায়। যদি আংশিক প্রিন্ট নিতে চাই তাহলে যে অংশটুকু প্রিন্ট নেয়ার প্রয়োজন ওই অংশটুকু মাউস বা কীবোর্ড এর সাহায্যে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রিন্ট ডায়ালগ বক্স থেকে Print Range এর অধীনে থাকা Selection সিলেক্ট করে Ok তে ক্লিক করলে শুধু ওই অংশটুকুই প্রিন্ট হবে। এভাবে আমার পোস্ট করা ব্লগগুলোও প্রিন্ট করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ