জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন
প্রথমেই জিমেইল এর লগ ইন পেজ এ (www.gmail.com) গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর
ডানদিকের উপরে settings নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন ।
এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন । তার মধ্যে tab Accounts and Import অপশনটাতে ক্লিক করুন ।
এখানেও কয়েকটা অপশন পাবেন । নিচের দিকে Change account settings এর Google Account settings এ ক্লিক করুন ।
এখন দেখুন ,
এখানে অনেকগুলো অপশন পাবেন personal settings এর
security তে change password এ ক্লিক করুন ।
Change Password
Current password
এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটি লিখুন ।
New Password
এখানে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটি লিখুন ।
Confirm New password
নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার লিখুন।
এখন save বাটনে ক্লিক করে সেভ করুন ।
Tags: Gmail Password Change, how to change email password
প্রথমেই জিমেইল এর লগ ইন পেজ এ (www.gmail.com) গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর
ডানদিকের উপরে settings নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন ।
এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন । তার মধ্যে tab Accounts and Import অপশনটাতে ক্লিক করুন ।
এখানেও কয়েকটা অপশন পাবেন । নিচের দিকে Change account settings এর Google Account settings এ ক্লিক করুন ।
এখন দেখুন ,
এখানে অনেকগুলো অপশন পাবেন personal settings এর
security তে change password এ ক্লিক করুন ।
Add caption |
Change Password
Current password
এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটি লিখুন ।
New Password
এখানে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটি লিখুন ।
Confirm New password
নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার লিখুন।
এখন save বাটনে ক্লিক করে সেভ করুন ।
Tags: Gmail Password Change, how to change email password
MD. KAMRUZZAMAN BHUIYAN
উত্তরমুছুনkamrul5678@gmail.com
Thank you.
you are welcome
মুছুননাম:জাকির হোসেন
উত্তরমুছুনgmail:rana14304@gamail.comভাই আমি প্রবাসী।আমার একটা জি মেইল একাউন্ট এর পাসওয়ার্ড এ সমস্যা হইছে।এখন পাসওয়ার্ড মেচ করছে না।আমি রিকভারি করার জন্য কোন মেইল
বা ফোন নাম্বার দেয়া ছিল না।এখন আমি কি করতে পারি।আমাকে একটু সাহায্য করা যাবে।আমার খুব দরকার
hi
উত্তরমুছুনhi
উত্তরমুছুন