ওয়ার্ডে কাজ করার সময় কখনো কখনো কিছু সংখ্যার যোগ বা বিয়োগ করার প্রয়োজন হতে পারে। তখন ক্যালকুলেটর ব্যবহার করতে হয় অথবা
এক্সেলে কপি করে নিয়ে যেতে হয়। তবে জানা থাকলে ওয়ার্ডে তা সম্ভব। ওয়ার্ডে ফর্মুলা প্রয়োগ করতে হলে টেবিলে সংখ্যাগুলো লিখতে হবে। এবার যদি উপরের সেলগুলোর যোগফল বের করতে চাই তাহলে যেখানে যোগফল বের করতে হবে সেখানে কার্সর রেখে টেবিল ম্যানু হতে ফর্মুলা তে ক্লিক করুন। দেখুন =SUM(ABOVE) লেখাটি আছে কিনা? যদি থাকে তাহলে ওকে করুন। আর যদি বামপাশের সেলগুলোর যোগফল বের করতে চাই তাহলে যেখানে যোগফল বের করতে হবে সেখানে কার্সর রেখে টেবিল ম্যানু হতে ফর্মুলা তে ক্লিক করুন। দেখুন =SUM(LEFT) লেখাটি আছে কিনা? যদি থাকে তাহলে ওকে করুন। ব্যাস হয়ে গেলো তো! তবে যদি সংখ্যার সাথে কোন টেক্সট থাকে অর্থাৎ এমন যদি থাকে ১২টাকা বা ৫৬টি বা ৬৭/- তাহলে কিন্তু কাজ করবে না। আবার যদি কোন সেল ফাঁকা থাকে তাহলে এর উপরেরগুলো বা এর বামপাশের গুলোর যোগ করবে না।
good, it's needful.
উত্তরমুছুন