পৃষ্ঠাসমূহ

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

MS Word এ সমীকরণ লিখতে চাইলে...

MS Word এ কাজ করার সময় অনেক সময় ভগ্নাংশ, সমীকরণ ইত্যাদি লিখতে হয়। তার জন্যে আপনি Insert Menu >>> Object >>> Microsoft Equation 3.0 এ ক্লিক করে ওকে করলেই হলো। তারপর একটি টুলবার
 আসবে। সেখান থেকে যা যা প্রয়োজন নিয়ে কাজ করলেই হলো। প্রথকে ইংরেজি আসবে সেটিকে বাংলা করতে হলে সমীকরণটি সিলেক্ট করে Style Menu >>> Other  এর ক্লিক করে ফন্ট সিলেক্ট করে ওকে করতে হবে। আর ফন্ট সাইজ বাড়াতে চাইলে Size Menu >>> Other  এ গিয়ে ফন্ট সাইজ দিয়ে ওকে করতে হবে। কিন্তু যদি Insert Menu >>> Object এ গিয়ে দেখেন Microsoft Equation 3.0 নাই তাহলে কী করবেন? তখন আপনাকে Microsoft Office এর সিডি অথবা কোন ড্রাইভ এ যদি ব্যাকআপ থাকে তাহলে সেখান থেকে ‍Setup File টি চালাতে হবে। সেখানে Add or Remove Feature সিলেক্ট করে Office Tools এর ড্রপডাউন ম্যানু থেকে Run All From My computer সিলেক্ট করে Update Now এ ক্লিক করলে কিছুক্ষনের মধ্যে আপনার কাংখিত Microsoft Equation 3.0 পেয়ে যাবেন।
add remove programs
add remove features


equation editor update

Tags: Equation in word, সমীকরণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ