পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

নিজের কম্পিউটারে বসে অন্যের কম্পিউটারে কাজ করুন

কখনো এমন হয় যে, কেউ আপনাকে ফোন করল যে তার কম্পিউটারে সমস্যা হচ্ছে কাজ করতে কিন্তু আপনি  তার পিসি দেখতে পাচ্ছেন না বলে সমাধান করতে পারছেন না। এ সমস্যা দূর করতে পারে টিম
ভিউয়ার (Team Viewer) নামের সফটওয়্যারটি। দুইজনই অনলাইনে থেকে এই সফটওয়্যারটি চালু করলে যার পিসি নিয়ন্ত্রন করতে চান তার আইডি এবং পাসওয়ার্ড আপনার পিসিতে প্রবেশ করালেই তার পিসির স্ক্রীন দেখতে পাবেন আপনার স্ক্রীনে এবং মাউস ও কীবোর্ডের সাহায্যে কাজও করতে পারবেন। এছাড়া ম্যাসেন্জার হিসেবেও ব্যবহার করতে পারেন। আর ফাইল ট্রান্সফার করুন মেইল না করেই অবিশ্বাস্য দ্রুত গতিতে।  ডাউনলোড করুন (ইন্সটল করার প্রয়োজন নেই কারন এটা পোর্টেবল ভার্সন)

1 টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ