পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৮ জুলাই, ২০২২

দৈনিক ভাতা, ভ্রমন ভাতা এবং বদলিজনিত ভ্রমন ভাতার নতুন হার (১৪/০৭/২০২২)

 বেসামরিক প্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা এবং বদলিজনিত ভ্রমন ভাতা (TA DA) ইত্যাদি পরিবর্তন হয়েছে। প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রনালয় থেকে ১৪/০৭/২০২২ তারিখে জারী করা হয়েছে। ০১/১০/২০২২ তারিখ থেকে এটা কার্যকর হবে।

 ডাউনলোড করুন নিচের লিংক থেকে:

নতুন টিএ, ডিএ সংক্রান্ত প্রজ্ঞাপন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

 Tags: TA DA, travel allowance, Day allowance, মালামাল পরিবহন, কর্মকর্তা কর্মচারীর টিএ, ডিএ

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

E-Primary School System হতে IPEMIS এ ০৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত যাদের তথ্য মাইগ্রেট হয়নি তাদের তালিকা

 প্রাথমিকস শিক্ষা অধিদপ্তরাধীন E-Primary School System হতে IPEMIS সফটওয়্যারে এখন পর্যন্ত ১৪৪৯ জন শিক্ষকের তথ্য মাইগ্রেট হয়নি। মোবাইল নাম্বার ভুল বা চাকুরির স্ট্যাটাস আপডেট না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকগণকে দ্রুত উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ই-প্রাইমারী স্কুল সিস্টেমে তাদের তথ্য হালফিল করার জন্য অনুরোধ করা হয়েছে। 

তথ্যসূত্র: অনুজ কুমার রায়, সিনিয়র সিস্টেম এনালিস্ট, প্রাশিঅ

শিক্ষকদের তালিকা দেখুন এখান থেকে

বুধবার, ৬ জুলাই, ২০২২

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং জিপিএফ এর ব্যালেন্স

 বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ১লা জুলাই বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়ে থাকে। তবে যাদের চাকরির বয়স ৬ মাস হয়নি তারা ইনক্রিমেন্ট পাবেন না। তাছাড়া সবাই ইনক্রিমেন্ট পাবেন। এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তবে -