পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জুন, ২০২২

WhatsApp ব্যবহার করুন কম্পিউটারে, কোনো সফটওয়্যার ইন্সটল না করে শুধু ব্রাউজার দিয়ে

 যারা WhatsApp ব্যবহার করেন তারাই শুধু জানেন এটা ব্যবহারের কত সুবিধা। অডিও, ভিডিও কল করা, ছবি কিংবা যেকোনো ধরণের ফাইল শেয়ার করার জন্য একটি আদর্শ মাধ্যম এটি। এতদিন শুধু মুঠোফোনে ব্যবহার করা গেলেও এখন এই সুবিধা কম্পিউটারেও উপভোগ করা যাচ্ছে। অনেকেই এই সুবিধা কাজে লাগাচ্ছেন। যারা জানেন না তারা এবার জেনে নিন।

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

IBAS হতে স্টাফদের বেতন বিল তৈরি এবং প্রিন্ট করার পদ্ধতি

 * ডিডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

যদি একই অফিসের অধিনে একাধিক আইডি থাকে সেক্ষেত্রে যে অফিসের স্টাফদের বেতন তৈরি করা হবে সেই আইডি দিয়ে লগ ইন করতে হবে। যেমন: শিক্ষা অফিস এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা আইডি, ভূমি অফিস এবং তহশীল অফিসের জন্য আলাদা আইডি।