পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

MS Excel এ দুই বা ততোধিক সেলের তথ্য এক কলামে মার্জ করা

মাইক্রোসফট এক্সেলে দুই বা ততোধিক সেলে কোনো তথ্য থাকলে কখনো কখনো সেগুলোকে একটি সেলে নিয়ে আসতে হয়। যদি Merge Cells কমান্ড এপ্লাই করা হয় তাহলে শুধুমাত্র ্প্রথম সেলের তথ্য থাকবে পরের সেলের তথ্যগুলো ডিলিট হয়ে যাবে। তাই এই কমান্ড দিয়ে কাজটি করা সম্ভব নয়। সেক্ষেত্রে সুন্দর একটি ফরমুলা রয়েছে এই কাজটি করার জন্য।

যদি আপনার তথ্যগুলো A2, B2 এবং C2 সেলে থাকে তাহলে সূত্রটি হবে নিম্নরূপ:

=A2&" "&B2&" "&C2

বুধবার, ৫ জানুয়ারী, ২০২২