বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালনের বিষয়ে সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:
পৃষ্ঠাসমূহ
▼
সোমবার, ২২ মার্চ, ২০২১
রবিবার, ২১ মার্চ, ২০২১
নিজের এবং পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য সংশোধিত পেনশন ফরম, সনদ ইত্যাদি ব্যবহার করা প্রসঙ্গে
নিজের পেনশন এবং মতে চাকরিজীবীর পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য সংশোধিত আবেদন ফরম, সনদ এবং কাগজপত্রাদি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি কিনা, এ সময়ে আর্থিক সুযোগ সুবিধার প্রাপ্যতা বিষয়ক প্রজ্ঞাপন
অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি কিনা, এ সময়ে আর্থিক সযোগ সুবিধার প্রাপ্যতা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ ইত্যাদি বিষয়সমূহ স্পষ্টীকরণ করা হয়েছে।
সরকারি কর্মচারীগণ পিআরএল-এ গমন করলে কতদিন পর্যন্ত জিপিএফ সুবিধা প্রাপ্য হবেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন
সরকারি কর্মচারীগণ পিআরএল (PRL) এ গমন করলে কতদিন পর্যন্ত সাধারণ ভবিষ্য তহবিল (GPF) সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ সর্বোচ্চ কতমাস জিপিএফ এ অর্থ জমা দিতে পারবেন ও মুনাফা প্রাপ্য হবেন এ বিষয়ে স্পষ্টীকরণ করা হয়েছে।