পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ২৪ জুন, ২০১২

বড় বড় ফাইল ভেঙে টুকরো টুকরো করে নিন আর বহন করুন অনায়েশে

অনেক সময় ফাইলের সাইজ বড় বলে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি বা ডিভিডিতে নিতে বা রাইট করতে সমস্যা হয়। কিন্তু ২ গিগাবাইটের একটি ফাইলকে (যেকোন ফরমেটের যেমন: অডিও, ভিডিও,
অফিস ডকুমেন্ট, সফটওয়্যার) যদি ৪/৫ টা টুকরা করে ফেলা যায় আবার পরে তা জোড়া লাগানো যায় তাহলেই তো সমস্যা চুকে গেল। এ কাজটা করতে হলে HJSPLIT  নামের একটা মিনি সফটওয়্যার (191 কিলোবাইট মাত্র) লাগবে। আরো মজার ব্যাপার হচ্ছে এটা ইন্সটল করতে হয়না। পেনড্রাইবে রেখেও কাজ করা যাবে। ব্যবহার করাও সহজ। শুধু কোন ফাইলটি ভাঙবেন সেটা দেখিয়ে দিয়ে বলে দিতে হবে কত কিলোবাইট বা কত মেগাবাইট হবে প্রতিটি অংশ। ব্যাস বাকি কাজটুকু সে নিজেই করে নিবে। আর জোড়া লাগানোর নিয়মটাও একই রকম।
ফাইল জোড়া লাগানোর সময় শুধু ১ম অংশটি সিলেক্ট করে দিলেই হবে। বাকি অংশগুলু সফটওয়্যার নিজে খুঁজে নিবে। 
তবে ভাঙার পর জোড়া না লাগিয়ে ভাঙা অংশটুকু কোন কাজে লাগানো যাবেনা।
ডাউনলোড করুন এখান থেকে
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন











 আরো একটি সফটওয়্যার রয়েছে নাম Splitter, ডাউনলোড করুন এখান থেকে
Splitter

Tags: File spliter, File joiner,  বড় ফাইল ভাঙা, বড় ফাইল জোড়া লাগানো, File partition, Utilities / File & Disk Management

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

আপনাকে অনেক অনেক ধন্যবাদ