পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ১৮ মার্চ, ২০১২

Excel এ কাজ করার সময় যত নিচের দিকেই যান হেডিংটা ঠিকই দেখতে পাবেন...

আপনি এক্সেলে কাজ করছেন। একটা শীটের উপরে রয়েছে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ ইত্যাদি। বামপাশে রয়েছে কর্মকর্তা/কর্মচারীর নাম।  যখন নিচের ‍দিকে যাচ্ছেন তখন হেডিং উপরে চলে গেলো। এখণ আর আপনি বুঝতে পারছেন না কোনটা কোন
কলাম। অর্থাৎ কোন কলামে কী রয়েছে এখন আর বুঝতে পারছেন। আবার যখন ডানদিকে যাচ্ছেন তখন কার জন্মতারিখ কোনটা সেটা আর বুঝতে পারছেন না। এখন আপনার প্রয়োজন যেন হেডিংটা যেন সবসময় স্ক্রীনে থাকে এবং বামপাশের নামগুলোও যেন স্ক্রীনে থাকে। আপনি যে কলাম এবং যে রো স্ক্রীনে রাখতে চান তার মাঝামঝি কার্সর রাখুন। এবার Window Menu হতে Freeze Panes এ ক্লিক করুন। আর যারা অফিস ২০০৭ ব্যবহার করেন তারা View Tab হতে Window group, click Freeze Panes, and then click Freeze Panes. ব্যাস এবার হয়ে গেলো।
এটা করার ফলে শুধু দেখা যাবে কিন্তু প্রতি পাতার উপরে হেডিং প্রিন্ট হবে না। প্রিন্ট করতে চাইলে এই পোষ্টটি দেখুন।

Tags: এক্সেল,  Excel

৩টি মন্তব্য:

Shohag বলেছেন...

This is simply owsome...

নামহীন বলেছেন...

Abdur rouf you are a..........................+-

Rouf Momen বলেছেন...

Thanks to all